প্রিয় ছাত্র ছাত্রীরা পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে শুরু হলো অনলাইন শিক্ষা ব্যবস্থা। অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করার প্রধান উদ্দেশ্য হলো করোনা ভাইরাসের জন্য লকডাউন চলার কারণে যেহেতু স্কুল গুলি বন্ধ রয়েছে সেহেতু বাধ্য হয়েই মধ্যশিক্ষা পর্ষদ এই ব্যবস্থা করলেন। যারা বোর্ডের পরীক্ষা দেবে অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য এবিপি আনন্দে তিনটে থেকে চারটে পর্যন্ত ক্লাস চলবে আগামীকাল 7 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বাড়ির কাজ দেয়া হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা পোর্টাল এর মাধ্যমে।