মনসুকার হাট এবার এক দিন সাথে কড়া নজরদারি

লকডাউনের কারনে সামাজিক দূরত্ব মেনে চলছিল দীর্ঘগ্রামে মায়ের মাড়োর হাট। এই দীর্ঘগ্রামের মায়ের মাড়োর হাট  তিন দিন বসতো।  করোনা ভাইরাস সংক্রমণে রোধের উপায় হিসাবে দীর্ঘগ্রাম মায়ের মাড়োর হাট'টিকে  বসানো হয়েছিল বর্কতিপুর বুনিয়াদি জুনিয়র হাইস্কুলের খেলার মাঠে। সামাজিক দূরত্ব বজায় রেখে তিন দিন হাট বসতো ।
                         
                         কিন্তু ঘাটালে এক ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ পাওয়ার পর নড়ে চড়ে বসলেন মনসুকা ১গ্রাম পঞ্চায়েত।  তড়িঘড়ি তিন দিনের  হাট একদিন বসার নির্দেশ দিয়েছেন মনসুকা ১গ্রাম পঞ্চায়েতের প্রধান রাত্রি পণ্ডিত মহাশয়া ।  পঞ্চায়েত থেকে মাইক প্রচারের মাধ্যমে বলা হয়েছে আগামী কাল শনিবার হাট বসার পর সামনের সোমবার ও বৃহস্পতিবার হাট বন্ধ থাকবে ।  আবার সামনের শনিবার হাট বসবে । 
                         মাইক প্রচারের মাধ্যমে আরো বলা হয়েছে ক্রেতা ও বিক্রেতার সবাইকে  অবশ্যই মাক্স পরে আসতে হবে ।  তবে এর সাথে সাথে যে বিষয়টির ওপর আরো বেশি জোর দিয়েছেন সেটি হলো এই হাটে কেবলমাত্র স্থানীয়রা কেনাকাটা বা বিক্রয় করতে পারবেন।  বহিরাগত কেউ এসে এই হাটে কেনাকাটা বা বিক্রয় করতে পারবেন না। এবং এই বিষয়টি ভালো করে নজর দেওয়ার জন্য কড়া গার্ড এর   ব্যবস্থা করা হয়েছে বলেও মাইক প্রচারে জানানো হয়েছে।

 প্রতিনিয়ত সাবান দিয়ে হাত ধুতে বলা হয়েছে । বা বার বার স্যানিটাইজার  হাতে ব্যবহার করতে বলা হয়েছে। অকারণে বাড়ির বাইরে না গিয়ে বাড়ি মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar