মনসুকায় হাট অ্যাটাক্টে মৃত্যু, অন্তিম সংস্কারের আবেদন

 করোনা আতঙ্কে সাধারণভাবে মানুষ মরলেও অনেকেই সেই মানুষের অন্তিম কাজ সম্পন্ন  করতে ভয় পাচ্ছেন এমনই ঘটনা ঘটলো মনসুকা এল এন বুথে বাসিন্দা নন্দ মাজি'র ক্ষেত্রে।   ৭৫ বছর বয়সে নন্দ মাজি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন হঠাৎ হার্ট অ্যাটাক করে। তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ।  পথেই দুপুর ১২টা নাগাদ পরলোকগমন করেছেন বলে সূত্রের খবর।  

ওই নন্দ মাজির চার পুত্রের  মধ্যে তিন পুত্র বাইরে সোনার কাজ করেন। সেই তিন পুত্র কোনোভাবেই আসতে পারছেন না। আর এক পুত্র ঘাটালের  বাসিন্দা। উনি বহুদিন ধরেই ওই ঘাটালে বসবাস করছেন। উনি পিতার দুঃসংবাদ  পেয়ে ছুটে এসেছেন এবং মৃত্যু কালের পূর্বে ও পরে অনেকটা সময় পিতার সংস্পর্শে ছিলেন।   

প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ১৩ নম্বর ওয়ার্ডে একজন ( রানী অ্যাম্বুলেন্সের চালক ) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ;  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ওই ব্যক্তির করোনা ভাইরাস সংস্পর্শে আসা সম্ভবপর হয়ে থাকতে পারে । যে কারণে স্থানীয় মানুষরা কেউ নন্দ মাজিকে  অন্তিম সংস্কার  সহযোগিতা করতে চাইছেন না । 

বিষয়টি যথাযথ গুরুত্ব বিবেচনা করে অন্তিম সংস্কার এর ব্যবস্থা করা যায় কিনা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিতেছি।  

Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা: আগামীকাল ফাইনাল ও পুরস্কার বিতরণ

জেনে নিন কবে খুলবে স্কুল!