মনসুকাতে , লাদাখ সীমান্তের গালওয়ান উপত‍্যকা ভারতীয় ২০জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শ্যামল রং, "মনসুকা খবর", ঘাটাল :- আজ সকাল ১০ টায় ভারতীয় সেনাদের আত্মত‍্যাগের কথা স্মরণ করে তাদের বিধেয় আত্মার প্রতি শান্তি কামনা করে ঘাটাল উত্তর মন্ডলের ৫৯, ৬২ ও ৬৩ নং  বুথের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য  নিবেদনের মধ‍্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। 

শহিদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা প্রকাশ, তৎসহ চীনাপণ‍্য  বয়কটের অঙ্গীকার করা হয় এই শহিদ স্মরণ অনুষ্ঠানে। 

গত ১৫  জুন মধ‍্যরাত্রে লাদাখ সীমান্তের গালওয়ান উপত‍্যকা অঞ্চলে চীনা সেনাবাহিনীর অতর্কিত  আক্রমণে একজন কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের  কাপুরুষোচিত, বর্বরোচিত এবং পৈশাচিক  আক্রমণের ঘৃণ্য নিদর্শন।

 আমরা ভারতবাসী শোকাহত এবং মর্মাহত। এই বীর শহীদদের  আত্মবলিদান কখনও ব‍্যর্থ হবে না। 

 এই অনুষ্ঠান শহীদদের প্রতিচ্ছবি তে  মাল্যদান নীরবতা পালন ও বক্তৃতার মাধ্যমে সম্পন্ন হয় বলে জানা যাচ্ছে।
    
(ছবিটি মনসুকা এল এন বুথের ।) 

Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা: আগামীকাল ফাইনাল ও পুরস্কার বিতরণ

জেনে নিন কবে খুলবে স্কুল!