Posts

Showing posts from July, 2020

আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক

Image
আইপিএলের রূপরেখা চূড়ান্ত করতে রবিবার ২রা অগাস্ট টেলি কনফারেন্সের মাধ্যমে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক বসবে। বৈঠকে আইপিএলের সূচি ছাড়াও ক্রিকেটারদের ট্রেনিং, দলগুলিকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।সরকারিভাবে সূচি ঘোষনা না হলেও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেই জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯শে সেপ্টেম্বর থেকে ৮ই নভেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কোবিড-১৯ অতিমারীর জন্য এবারের আইপিএল দেশের মাঠ থেকে সরিয়ে বিদেশে করার ব্যাপারে ভারত সরকারের তরফ থেকে এখনো সবুজ সংকেত আসেনি।

আমি রূপে তোমায় ভোলাব না গুণে ভোলাব

Image
কথাতেই আছে রূপে নয় গুণ দিয়ে বিচার করো। কিন্তু বা'স্ত'বে আমাদের তথা'কথিত স'মা'জে'র বেশির ভাগ মানুষ গুণ কে ছেড়ে রূপের পেছনই ছোটে। কিন্তু সেই'সব মা'নুষদের মুখ বন্ধ করে দিয়ে উদাহরণ হয়ে উঠেছেন মাত্র তিন ফুট উচ্চ'তা'র আই এ এস অফি'সার আরতি ডোগরা। উত্তরা'খণ্ডের দেরা'দুনের আরতি ডোগরা হলেন রাজ'স্থান ক্যাডারের আইএএস অফিসার।এই উচ্চতার জন্য এক সময় সমাজ তাকে ঠাট্টা তা'মা'শা করেছে, অনেক ব'ঞ্চ'না করেছে। কিন্তু তাঁর নিজের ও বাবা-মায়ের লড়াই সেই ঘুণ'ধরা সমাজের মুখে ঝামা ঘষে দিয়ে আজ সারা দেশের মহিলাদের রোল মডেল হয়ে উঠেছেন আইএএস অফি'সার আরতি ডোগরা।

আইপিএল এবার সংযুক্ত আরব আমিরশাহীতে

Image
আইপিএল এর আসর সংযুক্ত আরব আমিরশাহী তে বসতে চলেছে। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন যে ১৯ সেপ্টেম্বরই উদ্বোধন হতে চলেছে তারকাখচিত লিগের। মোট তিনটি ভেন্যুতে হবে খেলা। টুর্নামেন্টের ফাইনাল ৮ নভেম্বর হবে বলে জানা গেছে।