আইপিএলের রূপরেখা চূড়ান্ত করতে রবিবার ২রা অগাস্ট টেলি কনফারেন্সের মাধ্যমে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক বসবে। বৈঠকে আইপিএলের সূচি ছাড়াও ক্রিকেটারদের ট্রেনিং, দলগুলিকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।সরকারিভাবে সূচি ঘোষনা না হলেও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেই জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯শে সেপ্টেম্বর থেকে ৮ই নভেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কোবিড-১৯ অতিমারীর জন্য এবারের আইপিএল দেশের মাঠ থেকে সরিয়ে বিদেশে করার ব্যাপারে ভারত সরকারের তরফ থেকে এখনো সবুজ সংকেত আসেনি।
Tags
Sports