কথাতেই আছে রূপে নয় গুণ দিয়ে বিচার করো। কিন্তু বা'স্ত'বে আমাদের তথা'কথিত স'মা'জে'র বেশির ভাগ মানুষ গুণ কে ছেড়ে রূপের পেছনই ছোটে। কিন্তু সেই'সব মা'নুষদের মুখ বন্ধ করে দিয়ে উদাহরণ হয়ে উঠেছেন মাত্র তিন ফুট উচ্চ'তা'র আই এ এস অফি'সার আরতি ডোগরা। উত্তরা'খণ্ডের দেরা'দুনের আরতি ডোগরা হলেন রাজ'স্থান ক্যাডারের আইএএস অফিসার।এই উচ্চতার জন্য এক সময় সমাজ তাকে ঠাট্টা তা'মা'শা করেছে, অনেক ব'ঞ্চ'না করেছে। কিন্তু তাঁর নিজের ও বাবা-মায়ের লড়াই সেই ঘুণ'ধরা সমাজের মুখে ঝামা ঘষে দিয়ে আজ সারা দেশের মহিলাদের রোল মডেল হয়ে উঠেছেন আইএএস অফি'সার আরতি ডোগরা।
Tags
Education