আজ সকালে গো'প'ন সূত্রে খবর পেয়ে, কোচ'বি'হা'র কোতোয়ালি থানার অন্তর্গত ঘু'ঘু'মা'রি এলাকা থেকে একটি গাড়িতে করে যাবার সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন কো'তো'য়া'লি থানার পুলিশ। সাতটি অ'টো'মে'টি'ক পিস্তল, আটটা দেশী পিস্তল, ১৪০ রাউন্ড গুলি, ১৫ টা ম্যাগাজিন উদ্ধার করেছে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সেই তিন জন প্রত্যেকেই দি'ন'হা'টা থানা এলাকার বাসিন্দা । অস্ত্রগুলি বিহার থেকে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ জানিয়েছেন।
Tags
West Bengal