ঝুমি নদীর বুকে মাছ ধরার জন্য বাঁশের কাঠির তৈরি ঘাঁচা (ঝেঁপো ) রাখেন অনেকেই । নদীর জল বৃদ্ধির সাথে সাথে মাছ ধরার জন্য খাঁচা (ঝেঁপো ) রাখার হারও বৃদ্ধি পায়। ঠিক একই ভাবে মনসুকা বেরার ঘাট এলাকায় ঝেঁপো রাখেন মেঠালার এক ব্যক্তি। তিনি ঝেঁপোটি ডাঙায় ফেলে রেখেছিলেন আজ। তাতেই সাপটি ঢুকে পড়ে। ঐ ব্যক্তি আজ ২৪ জুলাই দুপুর দু'টা ত্রিশ নাগাদ ঝেঁপো দেখেন এক বৃহৎ গোখরো সাপ। বহু মানুষ জমায়েত হয়েছেন সাপটিকে দেখার জন্য।