সাপের কামড়ে গতকাল ২২শে জুলাই আবার একটি মহিলা প্রান হারালেন। মনসুকা দক্ষিণ খড়কপুরের বাসিন্দা সূর্য হাজারার স্ত্রী টুকসোনা হাজরাকে সাপে কামড়ায় গত শনিবার ১৮ ই জুলাই । ঐ দিন ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় । পরে কলকাতা একটি হসপিটালে ভর্তি করা হয়েছিল । গতকাল ২২শে জুলাই মারা গেছেন ।
টুকসোনা দেবী ১৮ ই জুলাই দুপুরে মনসুকা বরো বাঁধ এলাকার নিকট পথ চলতে গিয়ে সাপের উপর পা তুলে ফেলেন । ফলে সাপে কামড়ে দেয় ।
দিন দিন সাপের উপদ্রব বাড়ছে এবং সাপের কামড়ে মৃত্যুর হার বাড়ছে । সর্বদা সচেতন থাকুন ।
Tags
Ghatal