মনসুকা ঘোড়ুই ঘাট এলাকায় দীপক শাসমল নামে এক যুবককে বেধড়ক মারে কিছু দুষ্কৃতী। গত ১১ই জুলাই রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঐদিন রাত ১০:৩০ নাগাদ মনসুকার ঘোড়ুইঘাট এলাকায় দীপক শাসমলকে একা পেয়ে কয়েক জন দুষ্কৃতী ঘিরে ধরে গালে চড় মারেন এবং বেল্ট দিয়ে বেধড়ক মারে তাঁকে । দীপক বাবু বলেন তিনি বিজেপির পার্টি করেন বলে তৃনমূলের কিছু লোক তাঁকে এমনভাবে মেরেছেন ।
কিছু স্থানীয় মানুষ ও বিজেপি কর্মীদের সহায়তায় দীপক বাবুকে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় । স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব ছিল।
Tags
Political