ঘাটালের মনসুকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে


মনসুকা ঘোড়ুই ঘাট এলাকায় দীপক শাসমল নামে এক যুবককে বেধড়ক মারে কিছু দুষ্কৃতী।  গত ১১ই জুলাই রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  ঐদিন রাত ১০:৩০ নাগাদ মনসুকার ঘোড়ুইঘাট এলাকায় দীপক শাসমলকে একা পেয়ে কয়েক জন দুষ্কৃতী ঘিরে ধরে গালে চড় মারেন এবং বেল্ট দিয়ে বেধড়ক মারে  তাঁকে ।  দীপক বাবু বলেন তিনি বিজেপির পার্টি করেন বলে  তৃনমূলের  কিছু লোক তাঁকে  এমনভাবে মেরেছেন । 


 


কিছু স্থানীয় মানুষ ও বিজেপি কর্মীদের সহায়তায় দীপক বাবুকে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় ।   স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব ছিল। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar