করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন খাসবাড়ের এক জন
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পুলক প্রধান নামে এক ব্যক্তি। এনার বাড়ি খাসবাড়ের মনসা তলার নিকট।
ইনি জলগাও তে সোনার কাজ করতেন এবং সপরিবারে জলগাওতে থাকতেন। আজ ভোর চারটার সময় জলগাওতে পরলোকগমন গমন করেছেন বলে জানা গেছে। ছবিতে মাঝের ব্যক্তিটি পুলক বাবু ।
Comments
Post a Comment