রাজ্যো গত ১৩ আগষ্ট এর করোনা আপডেট
গত ২৪ ঘ'ণ্টায় রাজ্যে নতুন করে আরও দুই হাজার ৯৩৬ জন ন'ভেল করোনা ভাই'রাসে সং'ক্রমিত হয়েছেন। এই নিয়ে রাজ্যে ক'রোনা সং'ক্রমিতের মোট সংখ্যা বেড়ে দাঁ'ড়ালো এক লাখ ৪ হাজার ৩২৬। আরো ৫৪ জন ক'রোনা আক্রা'ন্তের মৃত্যু হয়েছে।
এর মধ্যে কলকাতায় ১৯ ও উত্তর চব্বিশ পর'গনার বিভিন্ন হাস'পাতালে ১৩ জন মারা গি'য়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃ'তের সংখ্যা বে'ড়ে হল দুই হাজার ২০৩ জন। যার মধ্যে ৯৯৯ জন কল'কাতার বাসিন্দা।
বর্ত'মানে ২৬ হাজার ৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন, দুই হাজার ৭২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।জাতীয় হারকে ছাপিয়ে সুস্থতার হার পৌঁ'ছেছে ৭২ দশমিক ৯৬ শ'তাংশে। এই নিয়ে মোট ৭৬ হাজার ১২০ জন রোগী আ'রোগ্য লাভ করলেন। গত ২৪ ঘন্টায় রে'কর্ড সংখ্যক ২৭ হাজার ৭১২ জনের ন'মুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ১১ লাখ ৮৬ হাজার ৯২৩ জ'নের নমুনা পরীক্ষা করা হলো।
Comments
Post a Comment