প্রধান'মন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিম'বঙ্গ-সহ করোনা পরি'স্থিতি এখনো উদ্বেগ'জনক, এমন দশ’টি রাজ্যকে নিয়ে আজ বৈঠকে বসছেন। সংশ্লিষ্ট রাজ্য'গুলির মুখ্য'মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যম সকালে ওই বৈঠক হওয়ার কথা। বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, গুজ'রাত ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের যোগ দিতে অনুরোধ করা হয়েছে।‘আনলক’ পর্ব শুরু হওয়ার পর, প্রধানমন্ত্রী গত ১৬ ও ১৭ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু সেখানে বলার সুযোগ না-থাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কোনও কর্তা সেই বৈঠকে যোগ দেননি। আজকের ভিডিয়ো বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যোগ দেবেন বলে নবান্ন সূত্রের খবর।
Tags
Health