চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে কবি প্রনাম ২২শে শ্রাবণ

গত শতকের এক শ্রাবণে চলে গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ক্যালেন্ডারের ১৩৪৮ সালের এই দিনেই তাঁর প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিল কবির জীবনপ্রদীপ। ইংরাজি ক্যালেন্ডারের ১৯৪১ সালের ৭ আগস্ট তাঁর প্রিয় ঋতু বর্ষায় নিভেছিল কবির জীবনপ্রদীপ।


এই কথা যাকে নিয়ে তার অজস্র কবিতা, গান, গল্প, সাহিত্য ও উপন্যাসের দাপটেই এই বাঙালি জাতির খ্যাতি ছড়িয়ে পরেছিল বিশ্বের বিভিন্ন দরবারে, আজও যার কাব্য রসের সম্মানে চিরজীবী আমরা বাঙালি তথা সারা বিশ্ব। এবছর অন্যান্য বিদ্যালয় থেকে একটু আলাদা করে কবি গুরু প্রয়ান দিবসকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করল।

চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়।  চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গের প্রাচীনতম স্কুলগুলির মধ্যে একটি। এটি ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় অবস্থিত। জেলার দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান । পণ্ডিত ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর 1854 সালে এই স্কুলটি পরিদর্শন করেন।


গতকাল ২২শে শ্রাবন প্রভাতফেরি, নাচ, গান, আবৃত্তি, নাটক, বৃক্ষ রোপন প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে কবি প্রনাম করলেন স্কুলে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটালের এস.ডি.ও. সাহেব সুমন বিশ্বাস মহাশয়।

 এছাড়াও বহু বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মানস কুমার দাস মহাশয়।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar