ঘাটালের মনসুকায় অভিনব দুয়ারে সরকার

গতকাল মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে মনসুকা এল এন হাই স্কুলে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো ।


এই দুয়ারে সরকার শিবিরে বেশ কিছু নতুনত্ব বিষয় যুক্ত হতে দেখা গেল। এবারের শিবিরে প্রায় ২২ থেকে ২৩ টি পরিষেবা প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সকল প্রকল্পের মধ্যে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী বিভিন্ন প্রকল্পে নতুন করে আবেদন করছেন বহু মানুষ এবং নতুন করে পরিবারের সদস্যরা যুক্ত হতে চেয়ে আবেদন করেছেন। এই প্রকল্পের আবেদন গ্রহণ করার জন্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং এই দুয়ারে সরকার শিবিরটিকে সর্বাঙ্গীণ সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তাঁরা হলেন পঞ্চায়েত প্রধান রাত্রি পন্ডিত সাতিক মহাশয়, কিঙ্কর পন্ডিত মহাশয়  ঘাটাল পঞ্চায়েত সমিতি কৃষি কর্মদক্ষ, সজল চৌধুরী মহাশয় বিশিষ্ট সমাজ সেবক, দিলীপ মাঝি মহাশয় সহ-সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতি। পঞ্চানন মন্ডল মহাশয় ঘাটাল পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মদক্ষ , এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ শ্যামপদ পাত্র মহাশয়।  উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় , বিডিও সাহেব ধ্রুবজ্যোতি প্রামানিক মহাশয় এবং ঘাটাল থানার ওসি মাননীয় দেবাংশু ভৌমিক মহাশয় । 

দুয়ারে সরকার এর তুলনায় এবার নতুন যে কর্মসূচি সংঘটিত হয়েছে সেগুলি-

রক্ত দান শিবির 

মাননীয় মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়ের অনুপ্রেরণায় ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।


বিডিও সাহেব সাহেব এর তত্ত্বাবধানে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েত উদ্যোগে প্রায় ৮০ মতো জনের রক্ত দান গ্রহণ করার পরিকল্পনা ছিল।এই শিবিরে রক্তদাতা উপস্থিত ছিলেন প্রায় ১১০ জন। তবে ৭৪ জন রক্ত দাতার রক্ত গ্রহণ করা সম্ভব হয়েছে। নতুন করে বহু মানুষ রক্তদানে আগ্রহী হলেও তাঁরা রক্ত দানের সঠিক নিয়ম না জানার জন্য সকলের রক্ত গ্রহণ করা সম্ভব হয়নি। তবে এই রক্তদানে মহিলারা ভীষণভাবে আগ্রহী হয়েছেন। রক্তদান শিবিরে উপপ্রধান রক্ত দান করেন। স্ব-সহায়ক দলের মহিলারা রক্তদানে ব্যাপকভাবে এগিয়ে এসেছেন। রক্তদানে উৎসাহিত করার জন্য রক্ত দাতাদের উৎসাহিত করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

স্বাস্থ্য দপ্তর 

স্বাস্থ্য দপ্তরের উপস্বাস্থ্য কেন্দ্রের আশা দিদিরা উপস্থিত ছিলেন এই দুয়ারে সরকার শিবিরে। সেখানে উপস্থিত ষাটোর্ধ্ব ব্যক্তিদের কোভিদ সিল এর বুস্টার ডোজ দেয়া হয়েছে।


সেখানে উপস্থিত শিশুদের কোভিদ সিল টিকা দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য মাননীয় দিলীপ মাঝি মহাশয় এই লক্ষ্মীনারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দুয়ারে সরকারে স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে টিকা গ্রহণ করলেন।

সংযোগ ও সমাধান

এই  দুয়ারে সরকার শিবিরে পুলিশি সহায়তা কেন্দ্রও সংগঠিত করা হয়েছিল। এই শিবিরের দ্বারা সাধারণ মানুষ এবং পুলিশের সাথে সংযোগ স্থাপন হয়েছে।


সাধারণ মানুষের বিভিন্ন আইনি সমস্যা সমাধানের জন্য বা সচেতনতা বৃদ্ধির জন্য  প্রশাসনিক সাহায্য করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে। এই প্রশাসনিক সহায়তা কেন্দ্রে ঘাটাল থানার ওসি মাননীয় দেবাংশু ভৌমিক মহাশয় উপস্থিত ছিলেন।

লোক শিল্পীদের উপস্থিতি

এমনকি এই দুয়ারে সরকার অনুষ্ঠানের লোক শিল্পীরা উপস্থিত ছিলেন। বেশ কয়েকটি বাউল ও সাংস্কৃতিক গান উপস্থাপন করেন ।


কুঠির শিল্পে উৎপাদিত দ্রব্য বিক্রয় কেন্দ্র 

"রুপ রেখা সংঘ" এর মধ্যে 'মহিলা সহায়ক দল' ও 'পুরুষ সহায়ক দল' তাঁতের কাপড় বা অন্যান্য জিনিসপত্র বিক্রয় করার জন্য প্রসরা সাজিয়ে বসেন।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

Mansuka Khabar

Mansuka khabar
Mansuka khabar