মনসুকা খেয়াঘাটে ধরা পড়লো ভাইফোঁটার উচ্ছ্বাস

শ্যামল রং, ৩রা নভেম্বর, ২০২৪: মনসুকা খেয়াঘাটে আজ ভাইফোঁটার প্রভাব স্পষ্ট। নদী পার হওয়ার জন্য ভোর থেকেই খেয়াঘাটে মানুষের ঢল। বিশেষ করে ভাইফোঁটা উপলক্ষ্যে যাতায়াত করতে অনেকেই এই খেয়াঘাটের ওপর নির্ভর করছেন। গ্রামের মানুষ থেকে শহরের যাত্রী— সকলের মাঝে যেন উৎসবের আমেজ। পারাপারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে স্থানীয় প্রশাসন বেশ তৎপর হয়েছে। চালু রয়েছে দুটি নৌকা, যা সকাল থেকে টানা সেবা দিচ্ছে। 

খেয়াঘাটের পরিস্থিতি সামাল দিতে সেভিক ভলেন্টিয়ার্সদের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। খেয়াঘাটের প্রতিটি নৌকার যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণ করছেন এবং যাত্রীদের নিরাপদে পারাপার করানো নিশ্চিত করছেন। পাশাপাশি মোটরসাইকেল পারাপার নিয়েও তাঁরা নজরদারি চালাচ্ছেন, যাতে অতিরিক্ত যানবাহন বা জনসমাগম কোনো রকম বিশৃঙ্খলার কারণ না হয়ে দাঁড়ায়।


সাধারণ মানুষের চলাচলও চোখে পড়ার মতো। ভাইফোঁটা উপলক্ষ্যে বাইক সহ বহু মানুষ যাতায়াত করছেন। ফলে এই দিনটিতে খেয়াঘাটে ভিড় হয় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। প্রতিবছর ভাইফোঁটা উপলক্ষ্যে মনসুকা খেয়াঘাটে পারাপারের এই দৃশ্য নতুন নয়, তবে আজকের বিশেষ ভিড় ছিল চোখে পড়ার মতো।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar