পশ্চিম মে'দিনীপুর জেলায় অনেকটাই বেড়েছে ক'রোনা আ'ক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় জে'লাতে নতুন করে ৭৭জন করোনা আ'ক্রা'ন্ত হয়েছেন। জেলায় করো'না আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৯৭জন। আজ ৬৯জন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। জেলায় মোট ১২৩৪জন করোনা জয় করে সু'স্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফি'রে'ছে'ন। জেলায় সক্রিয় করোনা রোগীর মোট সংখ্যা আজ হয়েছে ৩৪৪জন।গত ২৪ঘন্টায় জেলায় এই রোগে আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে, জেলায় এখনও প'র্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। গত পরসু ৯ই আগস্ট জেলায় শেষ করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল।
Tags
Health