করোনা চিকিৎসায় বেসরকারি হা'স'পা'তা'লে অ'স্বা'ভা'বি'ক বিল ঠেকাতে রাজ্য স্বা'স্থ্য কমিশন, সাত’দফা নির্দেশিকা জারি করেছে। কমিশনের চেয়ার'পার্সন কলকাতা হাই'কোর্টের অবসরপ্রাপ্ত বি'চা'র'প'তি অসীম কুমার ব্যানার্জী জানিয়েছেন চিকিৎসা বিলে রা'শ টা'না, ওষুধের খ'র'চ কমানো এবং সব রোগীদের ভ'র্তি'র উপযুক্ত শয্যা নিশ্চিত করার ওপর জো'র দেওয়া হচ্ছে। পরিষেবা পেতে গিয়ে সা'ধা'র'ণ মানুষকে যাতে হ'য়'রা'নি'র শিকার হতে না হয় সেদিকেও কমিশন ল'ক্ষ্য রাখছে। স্বাস্থ্য প'রি'ষে'বা'র সঙ্গে যুক্ত সংস্থাগুলির উদ্দেশে এই নির্দেশিকায় বা'ড়ি থেকে নমুনা সং'গ্রহের চার্জ কিলো'মিটার পিছু ১৫ টাকা বেঁধে দেওয়া হয়েছে। নার্সিং'হোমের ফা'র্মে'সি'তে একাধিক ব্র্যান্ডের বিকল্প ও'ষু'ধ রাখার কথাও বলা হয়েছে। এছাড়া, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, PPE বা'ব'দ চার্জ, সর'কারি নির্ধারিত এক হাজার টাকার মধ্যে রাখতে হবে বলে ক'মি'শন জানিয়েছে। অন্যদিকে, বহি'র্বিভাগে কো'ভি'ড সুরক্ষার নামে রোগীর কাছ থেকে ৫০ টাকার বেশি চা'র্জ নেওয়া যাবে না বলে ক'মি'শ'ন জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, ন'মু'না পরীক্ষার জন্য রাজ্য সরকার আগেই ২২৫০ টাকা চা'র্জ নি'র্ধা'র'ণ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর শারীরিক অ'ব'স্থা বুঝে চিকিৎসক রোগীকে ছুটির প'রা'ম'র্শ দেবেন। বাড়িতে থাকা রো'গী'কে ফোনে প'রা'ম'র্শ দিতে হবে। তবে ছুটির পরামর্শ দেওয়া সত্ত্বেও কোনও রোগী ছুটি না নিতে চাইলে, তাঁদের সেফ হো'ম বা স্যা'টে'লা'ই'ট সেন্টারে স্থানান্তর করতে হবে।
Tags
Health