জেনে নিন কবে খুলবে স্কুল!

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ১৫ই নভেম্বর পর্যন্ত স্কুল খুলেছে না। এমনটাই হাইকোর্টকে  কলকাতা হাইকোর্টের একটি মামলার প্রেক্ষিতে এ কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।  ১২বছর বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা সহজেই এই মারন রোগ কোভিট ১৯ এ আক্রান্ত হতে পারে । পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না  হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করুন রাজ্য সরকার।

 এমন দাবি জানিয়ে কলকাতার হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেত্রী  তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।  সোমবার বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানির জন্য ওঠে ‌। সেখানে উপস্থিত রাজ্য সরকারের আইনজীবী জানিয়ে দিয়েছেন ১৫ নভেম্বর পর্যন্ত স্কুল গুলিকে বন্ধ রাখার নির্দেশ

 পাঠিয়ে দিয়েছেন । তবে স্কুলে এই নির্দেশ এখনো পাঠানো হয়নি । হয়তো শীঘ্রই পাঠিয়ে দেবেন । নির্দেশ এলেই আপনাদের  যথাসময়ে জানিয়ে দেবার চেষ্টা করব । 


 পরবর্তী পোস্টের জন্য  like করুন 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar