Posts

Showing posts from November, 2020

বাঁশের সাঁকো ঝুমি নদীর জলে থেকে পড়ে গেলেন বাইক সহ এক আরোহী

Image
আজ সকাল 9টা নাগাদ মনসুকা চড়কতলা নিকট বাঁশের সাঁকো থেকে একটি মোটর বাইক আরোহী জলে পড়ে যান। জানা গেছে বাইক তোলা হয়েছে। আরোহীর নাম গোবিন্দ সাঁতরা। উক্ত ঘাট মালিকেরই ভাই।  এ বছর নতুন নতুন করে ঘাট বরাত দেওয়ার পর বাঁশের সাঁকোর পরিবর্তে লোহার পাইপ দ্বারা পোল তৈরি করা হচ্ছে। এই কারণে যাত্রীদের যাতায়াতের জন্য মনসুকা চড়কতলার নিকট পুরাতন ঘাট দিয়ে ছোট বাঁশের সাঁকো বানানো হয়েছে। এই বাঁশের সাঁকো দিয়ে সকালে গোবিন্দ বাবু যাবার সময় বাইক সহ নদীতে পড়ে যান। টাকা, মোবাইল, গুরুত্বপূর্ণ কাগজ সহ তিনি সম্পূর্ণ ভিজে গিয়েছেন । ঘাট মালিক রবীন্দ্রনাথ সাঁতরা মহাশয়ের নৌকার সাহায্যে মোটরবাইক ঝুমি নদীর জল থেকে তোলা হয়েছে। মোটরবাইক জল থেকে তুলে গ্যারেজে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। কয়েকদিন আগেই বিধায়ক শঙ্কর দোলুই মহাশয় মনসুকা এসে জনসমক্ষে কংক্রিটের ব্রিজ হওয়ার কথা বলে গেছেন । তবে কংক্রিটের ব্রীজ হয়ে গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না বলে অনুমান করছেন অনেকেই ।

"ঝুমি নদী আর তুই"

Image
ঝুমি নদী আর তুই               ..........সুশান্ত আদক  এই তাে সেদিন ঝুমি নদীর তীরে  উছল উছল ঢেউ উঠেছে , তাের হাতটা ধরে ।  বাঁশের পােলে রােমান্স খ্যালে তুই তাকালে রােজ স্কুটিটা তুই ধীরে চালাস , পাগলী , একটু বােঝ ।  তাের তাে এখন এগার ক্লাস গতরে সর্ষেফুল  জল টলমল ঝুমি যেন ছাপায় দুটি কুল— ঝুমির জলে জ্যোৎস্না পড়ে দখিন হাওয়া মাতে ইচ্ছে করে জেগে থাকি তাের সাথে চাঁদ রাতে ।  এবার বানেও পােল ভেঙেছে ! চলছে আবার খেয়া ব্যস্ত তুই সেল্ফি তােলায় , ( টানে ) , ডাগর চোখের মায়া— খেয়া ঘাটের সেল্ফিগুলাে যত্ন করে রাখিস  হােয়াটস্ অ্যাপে সময় করে ওগুলাে সেন্ড করিস  যমুনাতে জল ছুঁয়েছে , জল ছুঁয়েছে রাই পরাণ - পিরীতে বাঁধা আছে তার কানাই । তাের মনের বাওয়াল ’ হয়ে আছি তাের - ই সনে  ঝুমি নদীর জল ছুঁয়ে দ্যাখ , পিরীত জাগে মনে ।... ঝুমি নদী স্থানীয় কিছু কবি লেখকদের কলমের ছোঁয়ায় বারবার উঠে এসেছে । যদিও ঝুমি নদীকে আগে শঙ্কেশ্বরী নামেও ডাকা হত, তবে কিছু কিছু লেখায় শঙ্কেশ্বরী হয়ে উঠেছে শঙ্খিনী নারী। যার অপরূপ রূপের সৌন্দর্য...