বাঁশের সাঁকো ঝুমি নদীর জলে থেকে পড়ে গেলেন বাইক সহ এক আরোহী

আজ সকাল 9টা নাগাদ মনসুকা চড়কতলা নিকট বাঁশের সাঁকো থেকে একটি মোটর বাইক আরোহী জলে পড়ে যান। জানা গেছে বাইক তোলা হয়েছে। আরোহীর নাম গোবিন্দ সাঁতরা। উক্ত ঘাট মালিকেরই ভাই।


 এ বছর নতুন নতুন করে ঘাট বরাত দেওয়ার পর বাঁশের সাঁকোর পরিবর্তে লোহার পাইপ দ্বারা পোল তৈরি করা হচ্ছে। এই কারণে যাত্রীদের যাতায়াতের জন্য মনসুকা চড়কতলার নিকট পুরাতন ঘাট দিয়ে ছোট বাঁশের সাঁকো বানানো হয়েছে। এই বাঁশের সাঁকো দিয়ে সকালে গোবিন্দ বাবু যাবার সময় বাইক সহ নদীতে পড়ে যান। টাকা, মোবাইল, গুরুত্বপূর্ণ কাগজ সহ তিনি সম্পূর্ণ ভিজে গিয়েছেন ।

ঘাট মালিক রবীন্দ্রনাথ সাঁতরা মহাশয়ের নৌকার সাহায্যে মোটরবাইক ঝুমি নদীর জল থেকে তোলা হয়েছে। মোটরবাইক জল থেকে তুলে গ্যারেজে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

কয়েকদিন আগেই বিধায়ক শঙ্কর দোলুই মহাশয় মনসুকা এসে জনসমক্ষে কংক্রিটের ব্রিজ হওয়ার কথা বলে গেছেন । তবে কংক্রিটের ব্রীজ হয়ে গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না বলে অনুমান করছেন অনেকেই ।




Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা: আগামীকাল ফাইনাল ও পুরস্কার বিতরণ

জেনে নিন কবে খুলবে স্কুল!