বজ্রপাতের সংখ্যার দিক দিয়ে বাংলা বিপদজনক অবস্থায় রয়েছে। সেই কারনে পশ্চিম মেদিনীপুর পুলিশ প্রশাসন এর তরফ থেকে বজ্রপাত সম্পর্কে সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছে। কয়েক দিন ধরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১:৩০ নাগাদ দীর্ঘগ্রাম রামসুন্দর ভট্টাচার্য এর বাড়ির সংলগ্ন ইলেকট্রনিক পোস্টে বাজ পড়েছে বলে অনুমান করছেন রামসুন্দর বাবু।
তিনি বলেন দুপুর ১:৩০ নাগাদ প্রবল জোরে বিদুৎতের ঝলকানি ও আওয়াজ শুনি ও প্রবল বারুদের গন্ধের মতো গন্ধ পাই ।এর ফলে ওনার বাড়িতে ২ পাখা ও ২ দুটি বাল্ব পুড়ে গিয়েছে বলে তিনি জানান।