মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ

মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পুতুল পাত্র পদত্যাগ করলেন মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে । 

জানা গিয়েছে পুরাতন বিধায়ক শংকর দোলাই মহাশয় পুতুল দেবী কে যেমন হুমকি দিয়েছে একটি ফোন কলের মাধ্যমে তিনি বলেছেন ১০০ দিনের কাজ করানো যাবে না। সাথে সাথে আরো বলেন এসসি সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া যাবে না। 

এর কারণ হিসেবে শংকর বাবু বলেন এ অঞ্চলের যে বুথগুলি টিএমসি হেরেছে সেই সব বুথে এই কাজ গুলো করা যাবে না। পুতুল দেবী বলেন আমি প্রধান হয়ে এমন কাজ করতে পারব না আমার কাছে সবাই সমান ।

 কাউকে কাজ দেব কাউকে দেবনা। কাউকে সার্টিফিকেট দেব কাউকে দেবনা । এটা তো হয় না। বিধায়ক শীতল কপাট বলেন টিএমসি যে সকল জায়গায় হেরে গিয়েছে সেই সকল স্থানে প্রধানের উপর চাপ সৃষ্টি করছে হুমকি দিচ্ছেন এটা তো ঠিক নয় । 

এদিকে শুভেন্দু অধিকারী পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শংকর দোলাই মহাশয়কে।


Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা: আগামীকাল ফাইনাল ও পুরস্কার বিতরণ

জেনে নিন কবে খুলবে স্কুল!