গতকাল ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় মনসুকায় এসেছিলেন । বন্যা কবলিত মনসুকায় বিভিন্ন স্থানে রাস্তা সহ বিভিন্ন বিষয়ে সরজমিনে ক্ষতিয়ে দেখেছেন। বন্যার পরবর্তী সময়ে কিভাবে মনসুকার কংক্রিটের ব্রিজ তৈরি করা সম্ভব হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করার তাগিদ গতকাল নিজে এসেছিলেন।
কি ভাবে এই ব্রীজের কাজ বন্যার পরেও চালিয়ে যাওয়া যাও তা স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করেন। নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা মেরামতের কাজও পর্যবেক্ষণ করেন।
Tags
Political