সেই ছবির মতো শান্ত সৌন্দর্যের লীলাভূমি মনসুকা ও পার্শ্ববর্তী এলাকা দিন দিন যেন অশান্ত হয়ে উঠছে কিছু দিন আগেই যেমন বিধায়ক শীতল কপাট আক্রান্ত হয়েছিলেন।
আবার দেখা গেল কদিন আগে দীর্ঘগ্রাম এলাকায় বোমা পড়তে । একটি বাড়ির উঠোনে বোমা পড়ে । স্থানীয়রা জানান দীর্ঘগ্রামে এমন ঘটনা নাকি প্রতিদিন ঘটে ।
প্রসঙ্গত উল্লেখ্য করা যায় গত ইলেকশনের সময় দীর্ঘগ্রামের এক ব্যাক্তির বাড়ির তে বোমা বাষ্ট হয়ে বাড়ির চাল উড়েছিল । আবার পাট ক্ষেতের মধ্যে বোমা উদ্ধার করেছিলেন ঘাটাল থানার পুলিশ । এবারেও ঘটাল থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছেন। রাজনৈতিক দল গুলির একে অপরকে দোষারোপ করছেন ।
গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে কিছু রাজনৈতিক দলের ক্যাডারদের কাছে বেআইনি অস্ত্র আছে । কিন্তু এমনটা হচ্ছে কেন ? মনসুকা ও তার পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্য ও শান্তি কি দিন দিন হারিয়ে যাচ্ছে ? এর দায় কাদের হানা হানি মারামারি কবে থামবে?
প্রতিকি ছবি
Tags
Political