অতি মহামারী করোনা আবহের জন্য স্কুল বন্ধ থাকলেও অফিসের কাজ চলছে করোনা বিধিমালা অনুযায়ী ।
মনসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের নিজস্ব সামাজিক যোগাযোগের মাধ্যম Whatsapp group এ । এই গ্রুপের নাম Platina Anniversary । নোটিশ নীচে দেওয়া হয়েছে।
মনসুকা এর এন হাই স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত এস সি/ এস/ ওবিসি ছাত্র ছাত্রীদের জানানো যায় রে তোদের স্কলারশিপ আবেদননেওয়া শুরু হয়েছে। এই জন্য সি/ এস/ ওবিসি সমস্ত ছাত্র ছাত্রীদের আগামী এক সপ্তাহের মধ্যে নিকটতম কম্পিউটার সেন্টার থেকে ফর্মফিলাপ করে নিচের দেওয়া কাগজ পত্র স্কুলের অফিসে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জন্মের পরিচয় পত্র আঁধার কার্ডের জেরক্স
ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতার জেরক্স
বাবা / মায়ের ভোটার বা আঁধার কার্ডের জেরক্স
জাতিগত সংশাপত্র। প্রধান শিক্ষক মহাশয় নোটিশ দিয়েছেন। ছাত্র ছাত্ররা তাড়াতাড়ি কাজটি শেষ করে ফেলো।
Tags
Education