মনসুকার লোহার পোল রক্ষার্থে তত্পরতা সকাল থেকেই

ঝুমি নদীর উপর প্রবল কচুরিপানা এসে জমা হয়েছে নদীর উপর লোহার পোল মনসুকা লোহার নির্মিত নতুন পোলে । 


এই কচুরিপানা গুলি স্তরে স্তরে জমা হয়ে গিয়েছে পোলের নীচে। এত স্তরে স্তরে জমা হয়েছে যে সহজেই তার উপর দিয়ে যাতায়াত করতে পারা যাচ্ছে। 

কোনভাবে সহজে পাশ করছে না এই পানা গুলি। ফলে নতুন নির্মিত লোহার কাঠামো যুক্ত হলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তবে পোল'টিকে কে বাঁচানোর জন্য সকাল থেকে বহু মানুষ কাজ করছেন পানা গুলিকে সরানোর জন্য। 


বহু পানা একসাথে আসার ফলে বালিডাঙ্গা খাসবার কামারডাঙ্গা এবং ঘোড়ুইঘাটের সাঁকো ভেঙ্গে গিয়েছে তবে লোহার নির্মিত সাঁকোর উপর তেমন কিছুই প্রভাব পড়েনি । তবুও ভীষণ তৎপরতার সঙ্গে পানা গুলিকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে। 

লোহার নির্মিত শক্ত কাঠামোর জন্য সাঁকোর জন্য বহু পান্না আসলেও কোন ক্ষতি হয়নি । তবে ঘটমালিক রবীন্দ্রনাথ সাঁতার বলেন যদি এই পোলের ক্ষতি হয়ে যায় বহু মানুষের যাতায়াতের অসুবিধা হবে।


Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির: আজ মহাসমারোহে উদ্বোধন

জেনে নিন কবে খুলবে স্কুল!