কেশপুরে বিজেপি কর্মীকে মারধর

শুক্রবার রাতে কেশপুর এলাকায় একজন বিজেপি কর্মী কে বেধড়ক মারধর করা হয়েছে । ভোট-পরবর্তী হিংসার কারণে ওই বিজেপি কর্মী বহুদিন ধরে বাড়ির বাইরে ছিল। ওই ব্যক্তিকে বাড়ির ডেকে সালিশি সভা ডাকা হয়। সালিশি সভায় তার জরিমানা করা হয় সেই জরিমানার টাকা না দেওয়ায় সেই সালিশি সভায় বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। 

এই বেধড়ক মার এর কারণে গুরুতর আহত হন ফলে তাকে মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যক্তির নাম হল শেখ সাইদুল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাটি ঘটিয়েছে তৃণমূলের লোকজন বলে অভিযোগ কিন্তু তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা বলে দিয়েছেন। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন ওই এলাকায় এখনও হাজার জনের বেশি ঘর ছাড়া রয়েছে।



Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির: আজ মহাসমারোহে উদ্বোধন

জেনে নিন কবে খুলবে স্কুল!