পশ্চিম মেদিনীপুর জেলায় চালু হতে যাচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র
পশ্চিম মেদিনীপুর জেলায় বাংলা সহায়তা কেন্দ্র জনসাধারণের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার “ বাংলা সহায়তা কেন্দ্র ( BSK ) ” চালু করতে চলেছে। DM Office , SD0 Office , BDO Office , বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র , SI of School- এর অফিস এবং বিভিন্ন সরকারী গ্রন্থাগারে এই সহায়তা কেন্দ্র গড়ে তােলা হয়েছে । এই কেন্দ্র গুলি থেকে এক জানালা পরিষেবা প্রদান করা হয় । বাংলা সহায়তা কেন্দ্র থেকে রাজ্য সরকারের সকল বিভাগের Digital ও Online পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় ।
যে সকল উল্লেখযােগ্য তথ্য ও পরিষেবা ওই কেন্দ্র গুলি থেকে প্রদান করা হয় , সেগুলি হলাে ...
1 ) কিষান ক্রেডিট কার্ডের জন্য আবেদন
2 ) জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য আবেদন
3 ) জননী সুরক্ষা প্রকল্পের জন্য আবেদন
4 ) স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন
5 ) বাংলা আবাস যােজনা সংক্রান্ত তথ্য
6 ) মানবিক প্রকল্প সংক্রান্ত তথ্য
7 ) জয় বাংলা প্রকল্প সংক্রান্ত তথ্য
৪ ) মিউটেশন & কনভার্সন এর আবেদন
9 ) কন্যাশ্রী সংক্রান্ত তথ্য
10 ) রূপশ্রী সংক্রান্ত তথ্য
11) ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন
12 ) যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন
13 ) স্টুডেন্ট ক্রেডিট কার্ড - এর জন্য আবেদন
14 ) ড্রাইভিং লাইসেন্স -এর জন্য আবেদন
15 ) Caste সার্টিফিকেট - এর জন্য আবেদন
16 ) রেশন ও আধার কার্ড এর লিংক করা।
উপরােক্ত তথ্য ও পরিষেবা ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের পরিষেবা ও তথ্য “ বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত আধিকারিকের কাছ থেকে পাওয়া যাবে ।
Comments
Post a Comment