জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করানো থাকলে হতে পারে লক্ষ টাকার লোকসান

আপনার জনধন অ্যাকাউন্টের (Jan Dhan Bank Account) সঙ্গে (Link Aadhar with Jan Dhan) আধার লিঙ্ক না করা থাকলে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আধার লিঙ্ক করানো না থাকলে সমস্ত সুবিধা আটকে দেওয়া হবে ৷ জনধন অ্যাকাউন্ট একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ৷ এছাড়া এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক সুবিধা পাওয়া যায় ৷

সরকারের তরফে শুরু করা এই অ্যাকাউন্টে গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ দেখে নিনি জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে কী কী সমস্যায় পড়তে হতে পারে ৷

লিঙ্ক না হওয়ায় ১.৩০ লক্ষ টাকার লোকসান হবে- এই অ্যাকাউন্টের গ্রাহকদের রুপে কার্ড দেওয়া হয়ে থাকে ৷ এই কার্ডে ১ লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স পাওয়া যায় ৷ আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ এর জেরে ১ লক্ষ টাকা লোকসান হবে আপনার ৷

এছাড়া এই অ্যাকাউন্টে আপনি ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলে তবেই এই সুবিধা মিলবে ৷কীভাবে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন ?

১. ব্যাঙ্কে গিয়ে-

>> ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন

>> ব্যাঙ্কে গিয়ে আপনাকে আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে

২. SMS এর মাধ্যমে-

>> একাধিক ব্যাঙ্ক মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন

>> SBI এর গ্রাহকরা নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে UIDআধার নম্বরঅ্যাকাউন্ট নম্বর লিখে 567676 নম্বরে মেসেজ পাঠিয়ে লিঙ্ক করতে পারবেন

৩. এটিএম-এর মাধ্যমে-

>> নিকটবর্তী এটিএম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন ৷ তবে খেয়াল রাখতে হবে যে আধার কার্ডে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা মোবাইল নম্বর থাকলে লিঙ্ক করা সম্ভব হবে না ৷



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar