কিশোরচক রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান থেকে শীতবস্ত্র বিতরণ
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: আজ মনসুকা ১গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কিশোরচক গ্রামে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান থেকে ২০০ জন দুঃস্থ মানুষদের শীতবস্ত্র ও ৬০ জন ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হল। আজ "গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘ (কোলকাতা)" এই প্রতিষ্ঠানের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হল। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান প্রতি বছর দুঃস্থদের নানা ভাবে সাহায্য করে থাকে। বন্যার সময় প্রতিবছর নানা ভাবে সাহায্য করে থাকে। এই বছরেও বন্যার সময় বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করেছে এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। এছাড়াও রক্তদান শিবির সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছে এই সেবা প্রতিষ্ঠান । আজ দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয় বেলা বারোটা নাগাদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘের নিহার কান্তি ভট্টাচার্য মহাশয়, প্রদীপ দাঁ মহাশয়, মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এর সেক্রেটারি অরুন কুমার বেরা মহাশয় সহ এই সেবা প্রতিষ্ঠান এর সাথে যুক্ত অনেক সদস্য বৃন্দ। প্রথমে দুঃস্থ মানুষদের ...