Posts

Showing posts from November, 2021

কিশোরচক রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান থেকে শীতবস্ত্র বিতরণ

Image
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: আজ মনসুকা ১গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কিশোরচক গ্রামে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান থেকে ২০০ জন দুঃস্থ মানুষদের শীতবস্ত্র ও ৬০ জন ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হল। আজ "গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘ (কোলকাতা)" এই প্রতিষ্ঠানের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হল। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান প্রতি বছর দুঃস্থদের নানা ভাবে সাহায্য করে থাকে। বন্যার সময় প্রতিবছর নানা ভাবে সাহায্য করে থাকে। এই বছরেও বন্যার সময় বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করেছে এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। এছাড়াও রক্তদান শিবির সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছে এই সেবা প্রতিষ্ঠান । আজ দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয় বেলা বারোটা নাগাদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘের নিহার কান্তি ভট্টাচার্য মহাশয়, প্রদীপ দাঁ মহাশয়, মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এর সেক্রেটারি অরুন কুমার বেরা মহাশয় সহ এই সেবা প্রতিষ্ঠান এর সাথে যুক্ত অনেক সদস্য বৃন্দ। প্রথমে দুঃস্থ মানুষদের ...

ঝুমি নদী থেকে চুপিসারে চুরি যাচ্ছে বালি

Image
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: এবার বন্যার পর ঝুমি নদীর জল ধীরে ধীরে কমতে শুরু করেছে। বন্যার পরে ঝুমি নদীতে আসছে স্বচ্ছ পরিষ্কার জল। তবে বিশেষ করে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে নদীতে এবার  প্রচুর পরিমাণে বালি এসেছে। এই বালির সাইজ বেশ মোটা। প্রতীকি ছবি ফলে স্থানে স্থানে মোটা বালির চর সৃষ্টি হয়েছে এবার। তবে এই বালি সংগ্রহ করতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষকে। কিছু মানুষ সামান্য কিছু বালি সংগ্রহ করছেন বাড়ির অন্যান্য কাজের জন্য। তবে আবার বেশ কিছু মানুষকে চুপিসারে বালি তুলে বাড়ি তৈরীর কাজের জন্য সংরক্ষণ করছেন বলেও জানা যাচ্ছে। তারা চুপিসারে খুব কম কম করে বালি তুলে বাড়ির তৈরির জন্য বা বিক্রির জন্য চূর করে সাজিয়ে রাখছেন। আবার কেউ কেউ বালি বিক্রির জন্য তারা ব্যবহার করছেন। এই বিষয়টি বেআইনি। এই বালি তোলা নিয়ে বহুবার বহু মানুষকে আটক করা হয়েছে এবং বারবার অবগত করা হয়েছে যে নদী থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কোন বালি তোলা যাবে না। মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার বিভিন্ন স্থানে চুপিসারে বালি চুরি হয়ে যাচ্ছে ।