কিশোরচক রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান থেকে শীতবস্ত্র বিতরণ

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: আজ মনসুকা ১গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কিশোরচক গ্রামে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান থেকে ২০০ জন দুঃস্থ মানুষদের শীতবস্ত্র ও ৬০ জন ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হল। আজ "গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘ (কোলকাতা)" এই প্রতিষ্ঠানের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হল।


রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান প্রতি বছর দুঃস্থদের নানা ভাবে সাহায্য করে থাকে। বন্যার সময় প্রতিবছর নানা ভাবে সাহায্য করে থাকে। এই বছরেও বন্যার সময় বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করেছে এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। এছাড়াও রক্তদান শিবির সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছে এই সেবা প্রতিষ্ঠান । আজ দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয় বেলা বারোটা নাগাদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘের নিহার কান্তি ভট্টাচার্য মহাশয়, প্রদীপ দাঁ মহাশয়, মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এর সেক্রেটারি অরুন কুমার বেরা মহাশয় সহ এই সেবা প্রতিষ্ঠান এর সাথে যুক্ত অনেক সদস্য বৃন্দ।


প্রথমে দুঃস্থ মানুষদের সম্মান পূর্বক বরন করে নেওয়া হয়। তারপর করোনা বিধি মেনে নিদিষ্ট দুরে মানুষদের লাইনে দাঁড় করিয়ে একে একে সবাইকে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাত্র ছাত্রীদের খাতা কলম দেওয়া হয়।


এই সেবা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীদের জন্য "পাঠচক্র" আছে এই পাঠচক্রের মধ্য দিয়ে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা দান করা হয়। আজ বিবেকানন্দকে নিয়ে আলোচনা হল। বহু ছাত্র ছাত্রীদের এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল।


এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এর সম্পাদক অরুণ কুমার বেরা মহাশয় বলেন আজ মনসুকা দঃ খড়কপুর, মেঠালা, বর্কতিপুর থেকে ২০০ জনকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তাদের জন্য টিফিন ও দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের পাঠচক্র পশ্চিম মেদিনীপুরের মধ্যে সেরা , এ কথা বার বার উঠে এসেছে। তিনি আরো বলেন ঘাটাল থানার ওসি সাহেবের থেকে পারমিশন নেওয়া হয়েছে এই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ।

যারা শীতবস্ত্র গ্রহণ করেছেন তাঁরা বলেন এই বস্ত্র পেয়ে আমরা দারুন খুশি ।

Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা: আগামীকাল ফাইনাল ও পুরস্কার বিতরণ

জেনে নিন কবে খুলবে স্কুল!