মনসুকায় টোটো উল্টে মারাত্মক জখম আট

আজ ভোর পাঁচটা নাগাদ মেঠালা বড়ো বাঁধের নিকট ড্রাইভার সহ ৮জন টোটো উল্টে গেল ঝুমি নদীতে। সকালে ওই টোটোটি ৭ জন মহিলা এবং ভারী ব্যাগ আলুর বস্তা শসার বস্তা এবং মাছের হাঁড়ি নিয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল মনসুকা বেরাঘাট থেকে।

প্রতীকী ছবি

অতিরিক্ত বোঝাই ছিল টোটো গাড়িটি। টোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঠালা বোরো বাঁধে নিকট নদীতে উল্টে যায়। উচু রাস্তা থেকে যাত্রীসহ গাড়িটি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে। ফলে ৮জনই গুরুতর আহত হয়েছেন। সকলেরই হাত-পা প্রায় ভেঙে গিয়েছে। তবে দুজন আশঙ্কাজনকভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ৬জন ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছে। দক্ষিণ খড়কপুরের ৭ জন মহিলা মাছ ও সবজি বিক্রি করতে যাচ্ছিলেন ঘাটালে। তাদের মধ্যে কয়েক জন মহিলা হলেন উর্মিলা রং, কনকলতা রং , সন্ধ্যা হাজরা, মায়া হাজরা, কাঞ্চনী হাজরা, ময়না হাজরা ।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

Mansuka Khabar

Mansuka khabar
Mansuka khabar