শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: এবার বন্যার পর ঝুমি নদীর জল ধীরে ধীরে কমতে শুরু করেছে। বন্যার পরে ঝুমি নদীতে আসছে স্বচ্ছ পরিষ্কার জল। তবে বিশেষ করে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে নদীতে এবার প্রচুর পরিমাণে বালি এসেছে। এই বালির সাইজ বেশ মোটা।
প্রতীকি ছবি |
ফলে স্থানে স্থানে মোটা বালির চর সৃষ্টি হয়েছে এবার। তবে এই বালি সংগ্রহ করতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষকে। কিছু মানুষ সামান্য কিছু বালি সংগ্রহ করছেন বাড়ির অন্যান্য কাজের জন্য। তবে আবার বেশ কিছু মানুষকে চুপিসারে বালি তুলে বাড়ি তৈরীর কাজের জন্য সংরক্ষণ করছেন বলেও জানা যাচ্ছে।
তারা চুপিসারে খুব কম কম করে বালি তুলে বাড়ির তৈরির জন্য বা বিক্রির জন্য চূর করে সাজিয়ে রাখছেন। আবার কেউ কেউ বালি বিক্রির জন্য তারা ব্যবহার করছেন। এই বিষয়টি বেআইনি। এই বালি তোলা নিয়ে বহুবার বহু মানুষকে আটক করা হয়েছে এবং বারবার অবগত করা হয়েছে যে নদী থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কোন বালি তোলা যাবে না। মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার বিভিন্ন স্থানে চুপিসারে বালি চুরি হয়ে যাচ্ছে ।
Tags
Ghatal