Mansuka khabar

মনসুকায় মহিলাবৃন্দ একজোট হয়ে চোলাই কারবারিদের তুলে দিলেন পুলিশের হাতে

Mansuka khabar
নিউজ ডেস্ক, মনসুকা খবর, মনসুকা  (সংবাদ দাতা অভিষেক সাঁতরা): চোলাই মদের রমরমা কারবারে অতিষ্ট হয়ে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর খড়কপুরের মহিলাবৃন্দ একজোট হয়ে চোলাই কারবারিদের তুলে দিলেন পুলিশের হাতে। এই ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা ছটা ত্রিশ নাগাদ। বহুবার আবগারি দপ্তর থেকে মনসুকা দীর্ঘগ্রামের নানা স্থানে অভিযান চালিয়েছে তবুও এই চোলাই মদের কারবার চলছে।

দীর্ঘগ্রাম বর্কতিপুর সর্বজনীন দুর্গোৎসব উদ্বোধনী অনুষ্ঠানে ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় মনসুকা দীর্ঘগ্রাম এলাকায় চোলাই মদ উৎপাদন কারবার মদ্যপায়ীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরিবেশ পরিস্থিতি যেমন অবনতি ঘটে তেমন পারিবারিক ও সামাজিক অবক্ষয় দেখা যায়।

বহুদিন যাবৎ চোলাই মদের রমরমা কারবার চলছিল এই উত্তর খড়কপুর এলাকায়। চোলাই মদের হোম ডেলিভারির ব্যবস্থাও নাকি ছিল এমনটা নানা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। যার ফলশ্রুতিতে গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছিল, কমবয়সী ছেলেরাও নতুন করে নেশাগ্রস্ত হতে শুরু হচ্ছিল। ঘরে ঘরে কোন পাতলে মদ্যপ স্বামীর স্ত্রীদের কান্নার আওয়াজ ভেসে আসে।

 আজ সেই অতিষ্ঠ মহিলারাই একজোট হয়ে ফিডিং সেন্টার থেকে বেরার ঘাট সংলগ্ন চোলাই মদের কারবারিদের ঘিরে ধরেন, শ্রীফল বেরা ও কাত্তিক নামে দুই জন ব্যক্তিকে আটক করে রাখেন আরো কয়েক জন ছিলেন তারা দৌড়ে পালিয়ে যায় শেষে দুই জনকে সম্মিলিত ভাবে পুলিশের হাতে তুলে দেন মহিলারা।

বিজ্ঞাপন

Mansuka khabar

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন