মনসুকার ফতেপুরে ইলেকট্রিক তার ঝুলছে মানুষের হাতের নাগালে
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: মনসুকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ফতেপুর এলাকায়, ফতেপুর হরিজন প্রাথমিক বিদ্যালয়ের নিকট রাস্তার উপর দিয়ে যাওয়া ইলেকট্রিক তার ঝুলে গিয়েছে। এই এলাকায় খুটির উপর দিয়ে চারটি লাইন গিয়েছে। তবে তার গুলি এমন ভাবে ঝুলে গিয়েছে যে খুব সহজেই দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলেন বিষয়টি ইলেকট্রিক অফিসে জানানো হলেও তেমন ভাবে কোনো সুরাহা হয় নি। সামনে দুর্গা পুজো, দুর্গা পুজোর প্যান্ডেলও তৈরি করা হয়েছে। অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই স্থানীয় বাসিন্দারা পুনরায় ইলেকট্রিক অফিসের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। স্থানীয় মানুষের অভিযোগ সামনেই পূজা এবং ঝড় বৃষ্টি হয়েই চলেছে।
পুনরায় আবার ঝড় বৃষ্টি হলে তার ছিড়ে পড়ার সম্ভাবনা প্রবল। যে কোনো সময়ে দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্থানীয় বাসিন্দারা বিষয়টি ইলেকট্রিক অফিসের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানাছেন।
Comments
Post a Comment