Posts

Showing posts from February, 2022

মনসুকা অরুণোদয় সংঘের পরিচালনায় এক দিবসীয় চারদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট

Image
মনসুকা অরুণোদয় সংঘের পরিচালনায়    এক দিবসীয় চারদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট   অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৫ ই ফেব্রুয়ারি মঙ্গলবার, মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ফুটবল মাঠে। এই একদিবসীয় চারদলীয় ফুটবল প্রতিযোগিতা ওই দিন সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে।  এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল গুলি হল  ১) মনসুকা এল ডি ফোর্স  ২) ফোর্স টিম অফ (ঘাটাল হসপিটাল এন্ড ঘাটাল সুপার ফেসিলিটি হসপিটাল ) ৩) মুম্বাই সবুজ সংঘ ৪) আমবাগান রামকৃষ্ণ স্পোর্টিং সংঘ (বরাহনগর) ।

সরস্বতী পুজোয় ফ্রি মেডিকেল ক্যাম্প

Image
নিজ মনসুকা তরুণ সংঘের পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে আজ বিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হল। এই গ্রাম্য এলাকায় অনেক গরীব দুস্থ মানুষ রয়েছেন তারা সঠিকভাবে ডাক্তার দেখাতে পারেন না। গ্রাম্য এলাকায় এমন অনেক মানুষ রয়েছেন শরীর অসুস্থ হলেও ডাক্তার দেখাতে পারেন না অর্থের অভাবে। তারা অনেক সময় শরীরের মধ্যে রোগ চেপে রাখেন। আর সেই রোগ নিয়েই স্বাভাবিক জীবনে চলার চেষ্টা করেন। কিন্তু রোগ শরীরের মধ্যে থাকলে স্বাভাবিক জীবন চলতে পারে না এই কথা ভেবেই নিজ মনসুকা নিউ তরুণ সংঘ ফ্রি মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্প টি আজ দুপুর দুটো থেকে শুরু হয়েছিল। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তারবাবু ছিলেন ঘাটাল সুপার ফেসিলিটি হসপিটাল কর্মরত ডক্টর দেবদাস মাহাতো মহাশয়। স্থানীয় এলাকার ৪০ জন রোগীকে এই পরিষেবা প্রদান করা হয়েছে। 

মনসুকায় টোটো উল্টে মারাত্মক জখম আট

Image
আজ ভোর পাঁচটা নাগাদ মেঠালা বড়ো বাঁধের নিকট ড্রাইভার সহ ৮জন টোটো উল্টে গেল ঝুমি নদীতে। সকালে ওই টোটোটি ৭ জন মহিলা এবং ভারী ব্যাগ আলুর বস্তা শসার বস্তা এবং মাছের হাঁড়ি নিয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল মনসুকা বেরাঘাট থেকে। প্রতীকী ছবি অতিরিক্ত বোঝাই ছিল টোটো গাড়িটি। টোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঠালা বোরো বাঁধে নিকট নদীতে উল্টে যায়। উচু রাস্তা থেকে যাত্রীসহ গাড়িটি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে। ফলে ৮জনই গুরুতর আহত হয়েছেন। সকলেরই হাত-পা প্রায় ভেঙে গিয়েছে। তবে দুজন আশঙ্কাজনকভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ৬জন ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছে। দক্ষিণ খড়কপুরের ৭ জন মহিলা মাছ ও সবজি বিক্রি করতে যাচ্ছিলেন ঘাটালে। তাদের মধ্যে কয়েক জন মহিলা হলেন উর্মিলা রং, কনকলতা রং , সন্ধ্যা হাজরা, মায়া হাজরা, কাঞ্চনী হাজরা, ময়না হাজরা ।