মনসুকা অরুণোদয় সংঘের পরিচালনায় এক দিবসীয় চারদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট

মনসুকা অরুণোদয় সংঘের পরিচালনায়  এক দিবসীয় চারদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৫ ই ফেব্রুয়ারি মঙ্গলবার, মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ফুটবল মাঠে। এই একদিবসীয় চারদলীয় ফুটবল প্রতিযোগিতা ওই দিন সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে। 


এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল গুলি হল  ১) মনসুকা এল ডি ফোর্স  ২) ফোর্স টিম অফ (ঘাটাল হসপিটাল এন্ড ঘাটাল সুপার ফেসিলিটি হসপিটাল ) ৩) মুম্বাই সবুজ সংঘ ৪) আমবাগান রামকৃষ্ণ স্পোর্টিং সংঘ (বরাহনগর) ।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar