দুই বাংলাকে এক করতে যাচ্ছে এবারের বই মেলা

বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা শীর্ষক যৌথ সভার মাধ্যমে স্থির হয়েছে, বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা সম্ভাব্য তারিখ স্থির হয়েছে আগামী ২৭ অক্টোবর ২০২৩, চলবে ৩ নভেম্বর ২০২৩ পর্যন্ত। 


এই বই মেলা দুই বাংলাকে এক করতে যাচ্ছে । এই দুই বাংলার মূল উদ্যোক্তা হলো বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এই বইমেলায় দুই বাংলার আনুমানিক মোট ৫০টি বাংলা বইয়ের স্টল থাকবে। সঙ্গে থাকছে উৎসবের ৭দিন ব্যপী সাহিত্য নিয়ে নানান আকর্ষণীয় আলোচনা। দুই বাংলার বিশিষ্ট সাহিত্যিকরা একই মঞ্চে উপস্থিত হবেন। আবার নতুনভাবে কলকাতার বই পাওয়া যাবে বাংলাদেশে। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar