প্রধান উপপ্রধানের আসনে কারা বসলেন মনসুকায়
আজ ঘাটাল ব্লকের বহু গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে। সাথে সাথে মনসুকা১,২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে আজ। আজ পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বোর্ড গঠন সম্পন্ন হয়েছে। এবার মনসুকা-১ এ ১১টি আসন দখলে ছিল টিএমসি এর দখলে। আর মাত্র ৪টি আসন বিজেপির দখলে ছিল। গত বার মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন রাত্রি পন্ডিত সাতিক।
এবার প্রধান হলেন মিলন পাত্র এবং উপপ্রধান হলেন রাত্রি পন্ডিত সাতিক। মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো তৃণমূল। ঘাটালের মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন প্রিয়া রায়, উপপ্রধান হলেন নিমাই পোড়ে। মনসুকা- ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো তৃণমূল।
Comments
Post a Comment