ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে "স্টুডেন্ট একাডেমিক মেমোরি" প্রকাশিত হল।

ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ৩১শে আগষ্ট "স্টুডেন্ট একাডেমিক মেমোরি" প্রকাশিত হল। ক্লাসের ছাত্র ছাত্রীরা ঠিকঠাক উপস্থিত হচ্ছে কিনা তা লিপিবদ্ধ করে রাখার জন্য প্রকাশিত হলো এই পুস্তিকা। এই পুস্তিকাটি প্রকাশ করেন ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়। তিনি বলেন এই ধরনের কাজ খুবই প্রশংসনীয় এবং এই পুস্তিকার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। স্নাতক স্তরের ছাত্র ছাত্রীরা তার নিজের পাঠক্রম সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারবেন। অনেক ছাত্র-ছাত্রী নিজের পাঠক্রম সম্পর্কে ওয়াকিবহাল নয়। সে সমস্ত ছাত্র-ছাত্রীর কাছে খুবই উপযোগী হয়ে উঠবে এই পুস্তিকাটি। এমনকি বাড়িতে গিয়েও এই পুস্তিকা সমস্ত কিছু দেখতে পাবেন।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাননীয় শ্রী মন্টু কুমার দাস মহাশয়, উপস্থিত ছিলেন মহকুমা শাসক মাননীয় শ্রী বিশ্বাস মহাশয়, উপস্থিত ছিলেন অধ্যাপক মাননীয় শ্রী অরবিন্দ গায়েন মাননীয় শ্রী কৌশিক ঘোষ  মাননীয় শ্রী গৌতম ঘোষ মাননীয় শ্রী প্রশান্ত সরকার মহাশয়। উপস্থিত ছিলেন জি. বি . মেম্বার সুকুমার কোটাল মহাশয়।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

Mansuka Khabar

Mansuka khabar
Mansuka khabar