আজ মনসুকায় সু ই স ব্যাংক অ্যাকাডেমির পরিচালনায় গনেশ পুজো হচ্ছে। মনসুকা অরূনোদয় সংঘের সামনে বা শিব মন্দিরের সামনে এই পুজো অনুষ্ঠিত হতে চলেছে। সু ই স ব্যাংক অ্যাকাডেমি এর কথা ভাবলেই আপনার মনে হবে, সেই সু ই স ব্যাংক এর কথা যেখানে অত্যন্ত গোপনীয়তার সাথে টাকা রাখা হয়। না এই সু ই স ব্যাংক অ্যাকাডেমির সাথে সু ই স ব্যাংক এর কোনো যোগাযোগ নেই। এই সু ই স ব্যাংক অ্যাকাডেমি এই গনেশ পুজো কমিটির নাম মাত্র।
মনসুকার স্থানীয় ছেলে ও যারা বাইরে থাকেন অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে স্বর্ণ শিল্পীদের উদ্যোগে এই গনেশ পুজো আয়োজন। ভারতের বিভিন্ন রাজ্যে স্বর্ণ শিল্পীদের কাছে এই গনেশ পুজো অনেক যাকযমক পূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়। সেই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পুজো করতে যাচ্ছে সু ই স ব্যাংক অ্যাকাডেমি। সু ই স ব্যাংক অ্যাকাডেমি সদস্যরা বলেছেন আমরা গনেশের পুজো করি "শুভ লাভ" এর জন্য ব্যাবসায়ী দিক দিয়ে ও ব্যক্তিগত জীবনে সকল সদস্যদের শুভ লাভ ও সমৃদ্ধি ঘটুক।