শ্যামল রং ,"মনসুকা খবর" , ঘাটাল: - বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার সহযোগী দুই প্রকার বালতি প্রদান করল মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত। [✔️আরও খবর দেখতে "মনসুকা খবর" এর Facebook ও YouTube চ্যানেলে প্রবেশ করুন। এই লেখার উপর ক্লিক করে।]
মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতে বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার শুভ উদ্বোধন কিছুদিন আগেই হয়েছে। বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হবে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ গুলিকে দুই ভাগে ভাগ করা হবে। ভঙ্গুর বর্জ্য পদার্থ এবং অভঙ্গুর বর্জ্য পদার্থ।
সেই ভাবেই বাড়ি থেকে সংগ্রহের কাজ শুরু করার জন্য মনসুকা ১গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি বাড়িতে দুই রঙের বালতি দেওয়া হচ্ছে। কোন কোন বাড়িতে এই বালতি গুলি দেওয়া হচ্ছে সেই জন্য আধার কার্ড সংগ্রহ করে নিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা । যে দুটি বালতি দেওয়া হচ্ছে সেই বালতি গুলিতে বর্জ্য পদার্থ সংগ্রহ করে রাখতে বলা হয়েছে আর সেই বর্জ্য পদার্থ বাড়ি থেকে সংগ্রহ করে আনার জন্য সংগ্রহ যান পৌঁছে যাবে প্রতিটি বাড়িতে।
মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র মহাশয় বলেন বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আগেই উদ্বোধন হয়েছে আর আজ সেই বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার সহযোগী দুই প্রকার বালতি প্রতিটি বাড়িতে দেওয়া হচ্ছে যাতে করে ভঙ্গুর এবং অভঙ্গুর বর্জ্য পৃথক ভাবে রাখতে পারেন প্রতিটি বাড়ির সদস্যরা এবং সেই বর্জ্য পদার্থ গুলিকে সংগ্রহ করে নেওয়া হবে।