মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাধবচক গ্রামের বাদুড়তলা নদী বাঁধ এর বেহাল দশা। বর্ষায় প্রতিবছর বন্যা হলেই এই নদী বাঁধের ধ্বস দেখা যায়। বারবার সরকার থেকে এই নদী বাঁধের মেরামতি ও পাইলেনের কাজ করা হলেও প্রত্যেক বছরই এই নদী বাঁধের ধ্বস দেখা যায়। ফলে প্রত্যেক বছরই এই বাঁধ দিয়ে যারা যাতায়াত করেন তাদের প্রচন্ড অসুবিধায় পড়তে হয়।
তবে এই বছর কাজ শুরু হলেও কাজটি সম্পন্ন রূপে সম্পন্ন করা হয়নি বলে দাবি স্থানীয়দের। ফলে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া, সাইকেল আরোহী বা বাইক আরোহীরা এই বাঁধ দিয়ে যাওয়ার সময় বারবার আছাড় খেয়েছেন। অন্যান্য যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। স্থানীয়দের জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় মানুষদের দাবি এই নদী বাঁধটি সম্পূর্ণ রূপে কংক্রিটের দেয়াল দিয়ে স্থায়ী ভাবে এই সমস্যার সমাধান করুক সরকার।
অনেকেই বলছেন মনসুকা থেকে মাধবচক বা আনন্দপুর যাওয়ার বিকল্প পিচ রাস্তা হওয়ার জন্য এ রাস্তার উপর গুরুত্ব দিচ্ছে না সরকার। এ বিষয়ে মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র মহাশয় বলেন এই নদীর বাঁধের কাজটি সম্পন্ন সেচ দপ্তর এর আন্ডারে রয়েছে। পঞ্চায়েতের হাতে নেই। এর আগেও সেচ দপ্তরের দ্বারা নদী বাঁধে বাতি কাঠ দিয়ে পাইলেন করা হলেও বারবার নদী বাঁধটি ধ্বসে গিয়েছে। আবার নদী বাঁধটি মেরামত করা যায় তার জন্য সেচ দপ্তরে বিষয়টি আবারো তুলে ধরা হবে।