শ্যামল রং, "মনসুকা খবর", ঘাটাল:- ডেঙ্গু আক্রান্ত বালককে নিয়ে যাওয়া হল হাসপাতালে। [✔️ আরও খবর পেতে ফেসবুক ও ইউটিউবে Mansuka Khabor সার্চ করুন। ] বর্ষা আসলে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পায় গ্রামবাংলায়। ঠিক একইভাবে এবারও ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে ঘাটালের বিভিন্ন স্থানে। ঘাটালের মানসুকায় বেশ কয়েকজনের ডেঙ্গু হয়েছে এমনটাই জানা যাচ্ছে।
ডেঙ্গু ধরা পড়ায় মেঠালায় চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ আদককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বয়স প্রায় ১২বছর। দুই তিন দিন ধরে জ্বরে ভুগছে শুভ আদক। স্থানীয় চিকিৎসকের কাছে ঔষধ খেলেও জ্বর না কমায় রক্ত পরীক্ষা করায় রক্তের মধ্যে ডেঙ্গুর জীবাণু ধরা পড়েছে। তবে মাত্রা অনেকটাই অল্প এমনটাই জানা গেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বন্যা দুর্গত স্থান মেঠালা থেকে উদ্ধার করে নিয়ে যায় এন ডি আর এফ। আজ দুপুরে শুভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডেঙ্গু ধরা পড়ায় মেঠালায় চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ আদককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বয়স প্রায় ১২বছর। দুই তিন দিন ধরে জ্বরে ভুগছে শুভ আদক। স্থানীয় চিকিৎসকের কাছে ঔষধ খেলেও জ্বর না কমায় রক্ত পরীক্ষা করায় রক্তের মধ্যে ডেঙ্গুর জীবাণু ধরা পড়েছে। তবে মাত্রা অনেকটাই অল্প এমনটাই জানা গেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বন্যা দুর্গত স্থান মেঠালা থেকে উদ্ধার করে নিয়ে যায় এন ডি আর এফ। আজ দুপুরে শুভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।