সোমবার ডেবরা থানার ডুয়া গ্রাম থেকে তরুণের মৃতদেহ উদ্ধার

মনসুকার রসিকপুরের বাসিন্দা তরুণ সামন্ত বয়স ৩৫ । তিনি কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকতেন। সোমবার ডেবরা থানার ডুয়া গ্রাম থেকে তরুণ সামন্তের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ডুয়া গ্রামের বাসিন্দারা মৃতের গলায় গামছার ফাঁস অবস্থায় একটি গাছের তলায় বসে থাকা অবস্থায় দেখতে পান। গাছে বাঁধা ছিল গামছার আরেক প্রাপ্ত। এ ভাবে মৃতদেহ গ্রামে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কী ভাবে ওই তরুনের মৃত্যু হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়। ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন ওঠে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।


ঘটনার কী ভাবে ঘটেছে, মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে ধন্দে পড়েছে পুলিশও। প্রত্যক্ষদর্শীদের মতে ওই যুবকের দেহ যে ভাবে গাছে বাঁধা ছিল তাতে মনে হচ্ছে না এটা আত্মহত্যার ঘটনা। তা ছাড়া মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা খুন করা হয়েছে ওই যুবককে। তবে এটা আত্মহত্যা না খুন ময়নাতদন্তের রিপোর্ট সঠিক তথ্য উঠে আসবে। মাস চারেক আগে মা মারা যাওয়ায় বাড়ি এসেছিলেন তরুণ। রবিবার রাতে খড়্গপুর স্টেশন থেকে ট্রেনে চড়ে তামিলনাড়ু ফেরার কথা ছিল। সেইমতো রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। 

Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

আদালত অবমাননার জন্য গ্রেপ্তার হলেন খড়কপুরের অরবিন্দ বাগ

পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির: আজ মহাসমারোহে উদ্বোধন