ঘাটালের দীর্ঘগ্রাম চাতলগোড়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমেলা শুরু হয়েছে

শ্যামল রং, "মনসুকা খবর", ঘাটাল:- ঘাটালের দীর্ঘগ্রাম চাতলগোড়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমেলা শুরু হয়েছে। [✔️আরও খবর পেতে Mansuka Khabar ইউটিউবে ও ফেসবুকে সার্চ করুন] বিগত কয়েক বছরের ন্যায় এ বছরও রাস পূর্ণিমা উপলক্ষে সৃজনশীল সংঘের পরিচালনায় ঘাটালের দীর্ঘগ্রাম চাতলগোড়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমেলা শুরু হয়েছে। গোপিনীদের সাথে  রাধা কৃষ্ণের রাসলীলা যেমন দেখানো হয়েছে সাথে সাথে পাশাপাশি বহু দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে।


রাস মেলার উদ্যোক্তারা বলেন এই রাস মেলা আট দিন ধরে চলবে। রাস মেলার প্রথম দিনেই বহু মানুষকে রাধাকৃষ্ণের প্রসাদ বিতরণ করা হয়েছে। মেলার অন্যান্য দিনগুলিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। 

Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

আদালত অবমাননার জন্য গ্রেপ্তার হলেন খড়কপুরের অরবিন্দ বাগ

পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির: আজ মহাসমারোহে উদ্বোধন