শুধু কথার কথা নয় । মশা মারতে কামান দাগতেই হয় । কামানের সাহায্যে ধোঁয়া সৃষ্টি করে মশা মারতে হয় । ডেঙ্গু মশা নিধন করতে ঘড়ার পৌরসভা নানা স্থানে মশা মারার জন্য কামান দাগলেন । ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
Tags
Health