16 দলীয় ক্রিকেটের প্রথম রাউন্ডে প্রতিযোগীতা গুলি চলছে মনসুকা উত্তর খড়কপুরের ফুটবল মাঠে বিটিসি মনসা মাতা ক্লাবের উদ্যোগে ।
প্রতি দিন এই খেলা গুলি এখন চলছে । এই ক্রিকেট খেলা গুলিত বেশ ভাল দর্শক উপস্থিত হয় । প্রথম রাউন্ডে খেলার পর সুপার 8 দলের খেলা গুলি চলবে । তার পর সেমি ফাইনাল ও পরে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে । এই উত্তর খড়কপুরের মনসা মাতা ক্লাবের পরিচালনায় ক্রিকেট খেলাটি বেশ কয়েক বছর ধরে চলে আসছে । দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছ । এমনকি স্থানীয় মহিলার তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে নিয়ে খেলা দেখতে আসেন । প্রতিদিন একটা করে ম্যাচ হয় । এই খেলাটি এক সময় বড় মাপের খেলায় পরিনত হবে আশা করা যায় ।
Tags
Sports